প্রেমের অকাল মুত্যু
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেমের অকাল মুত্যু বলবো কোথায় ?
ভালবাসাহীন প্রাণ দেখি সর্বদায় !
এতো জীবন্ত লাশ নিবো কোথায়?
তেমন যোগ্য সমাধি কই ?
চেতনার স্মৃতি স্তম্ভ কই !
প্রিয় -প্রিয়া বলো, আপনজন বলো
কেউ ফুল নিয়ে আসে না, কেউ বলে না
ভালবাসি-
সব কিছুই যেন স্বার্থের দিকে, ছলনার দিকে
অভিনয়, শুধুই অভিনয় !
আজ যেন সাগরের জলও শুকিয়ে
ধুঁ ধুঁ বালুচর !
চারিদিকে জীবন্ত লাশ! প্রেমের অকাল মৃত্যু
প্রাণহীন মানুষগুলো
চিতার অনলের মতো পুড়ে যাচ্ছে
কত শত প্রাণ---
তবু চাই হৃদয়ে হৃদয়ে অমৃতের বন্ধন।
শুধু তুমি বলো এ প্রেম চিরন্তন
এর মৃত্যু নেইা ! এর যোগ্য সমাধি নেই।
--------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৩-০৬-২৩ ইং।
১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।