আমি এমনি নিয়ন্ত্রহীন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হৃদয়ের তরঙ্গে লিখেছিলাম
সেই সুহাসিনীর নাম !
যে কিনা মিষ্টি হাসিতে ফুল ফুটাতো প্রাণ
মধুময় ঝর্ণা প্রবাহে ছুটিত কলতান
সাগর জলে ভেসে দিত প্রণয় তরী
তারে আজো খুঁজে ফিরি
খুব গভীর রেখেছিলাম
প্রেম, শুধু তোমার জন্য প্রেম।
জানি না, কোন অভিযোগে সব হারালাম
তবু এঁকেছি সেই ছবি এ অন্তর ভূমি
ভাবলেই মনে হয়
সেই মিষ্টি হাসির মোনালিসা তুমি !!
হয়তো আমি এমনি নিয়ন্ত্রহীন
যেখানে তুমিই সব পরশের আয়োজন।
-----------
১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।