হৃদয়ের মূল্যায়নে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আয়নার দিকে তাকিয়ে তুমি বলতেই পারো
তুমি সুহাসিনী, তুমি সুন্দুরী !!
কিন্তু আয়না কোন উত্তর দিবে না ।
রাঙা ঠোঁটে মুসকি হাসি দিয়ে তুমি বলতেই পারো,
তুমি মুক্তার ঝলক !
কিন্তু ঝিনুকের মুক্তা কোন উত্তর দিবে না ।
কাজল কাল চোখ নিয়ে তুমি বলতেই পারো
তুমি হরিণের মতো ডাগর চোখা
কিন্তু হরিণ কোন উত্তর দিবে না ।
মুখের শুভ্রতার দিকে তাকিয়ে তুমি বলতেই পারো,
তুমি পূর্ণিমার আলো
কিন্তু চাঁদ কোন উত্তর দিবে না,
অথচ যে উত্তর দিবে তুমি তাকে চিনলে না,
বুঝলে না--
এ সূরভীর কি মূল্য আছে ? যে রূপ মেঘের
আড়ালে-আলোহীন নিরুত্তাপ !
হৃদয়ের মূল্যায়নে তুমি শুন্যতার পিন্ড !
-----------------------------------------
১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।