একটি মেয়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
একটি মেয়ে রোজ অমার জানালায়
চুপি চুপি আসে,রাঙা ঠোঁটে মুসকি হেসে ।
কখনো অপলক চেয়ে,কখনো গলা তার
বলে উঠে এমন কিছু
মনে হয় যেন ঝড় উঠেছে- প্রবল ঝড় !
চোখে মুখে আঁকা কিসের ছবি যেন
লাজুক ভঙ্গিতে ভেসে উঠে,পুলকের
শত কোটি চিহ্ন ! থর থর করে কাঁপে
শিরা-উপশিরার রক্ত কণাগুলো। আমি
ঢের বুঝতে পারি , কতটুকু ভালবাসলে
এমন গর্জে উঠে রোমান্টিক ফোয়ারা।
এখনো তার ঠোঁটে মুসকি হাসিটা
মুক্তার ঝিলিকের মতো ঝলঝল !
একটি মেয়ে রোজ আমার আশে পাশে
ঘুর ঘুর করে—
হয়তো আমিও ভালবেসে ফেলেছি, ঠিক
যেমন তার হাসিটায় রোজ রোজ হারিয়ে
যাই- কোন কিছুর উৎসবে—
--------------------------------------
১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।