সত্যি বলছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সত্যি বলছি, তুমি ছিলে না, ভাবনাতে ছিলে না !
এখানে কেউ অপরাধী নয়
তবু কেন এত তরঙ্গ উঠে ! শীতল হয়ে আসে
ব্যাকুল হয়ে উঠে শিরা উপ-শিরাগুলো
রক্ত কণিকাগুলো তুমুল যুদ্ধে মেতে উঠে
হৃদয়ের গভীরে
সত্যি বলছি ,আমি তার কিছুই জানিনা
শুধু এতটুকু অনুভব করি, কেউ একজন
দখল করে নিয়েছে
আর তা আড়াল হলেই এক শুন্যতা বাসা বাঁধে
বিপুল কষাঘাতে,
আমি ক্ষত বিক্ষত হই প্রতিনিয়ত !
সত্যি বলছি, সে শুন্যতার নাম তুমি, শুধু তুমি
যাকে ভালবাসি, অনেক ভালবাসি
পাহাড়সম বিষাদ ! তবু তোমাকে রেখেছি
যদিও কখনো ভাবেনি
তুমিই হবে হৃদয়ের প্রশান্ত প্রহরি-
সত্যি বলছি, তুমি ছিলে না, ভাবনাতে ছিলে


১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।