শুন্যতার খেলা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এখানে শুন্যতার খেলা, এখানে অগ্নি কুন্ড !
থমকে গেছে রাঙা জলের দুরন্ত কোলাহল ।
সমুদ্রের বুকে নিরর্থ্ক নিঝুক
মুক্তাবিহীন ঝিনুকের মধ্যে রক্তমাংসের পঁচা গন্ধ।
এখানে তাৎপর্য্ নেই , তবু ক্রমশ
শোষিত হচ্ছি ক্রমাগত বালুকার তুফান !
ভয়ানক হাঙ্গর কুমীরসহ ঘিরে আছে চারিপাশ
কখন যে আক্রমন করে বসে বজ্রপাতের মত
সেতো জানা নেই, তুব মুক্তার সন্ধানে
এক শুন্যতার গভীরে
প্রেমের রসায়নে খুঁজে ফিরি তোমারে
একরক্তি নিটোল মুক্তোয়—
ফিরে এসো শিশির বিন্দুর সোনালী আভায়
এখানে শুন্যতার খেলা, এখানে অগ্নি কুন্ড !
হিম শীতল হয়ে এসো হিমালয় চূড়ায়
জড়িয়ে নিবো বুকে ভালবাসার ছোঁয়ায়।
-------------------------------------------


১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।