এ তুমি কি করে বিদ্রোহ করো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আলো নেই তবু এখানে যে পথ হাঁটা,
হঠাৎ আকাশে কালো মেঘের ঘনঘটা!
পূর্ণিমার শুভ্রতা যে লাজুক গাঁয়ে
লুকিয়েছে মুখ অভিমানী হয়ে ।
নীরব এখানে ভালবাসার হৃদয় পাড়া,
এত ডাকি, এত ভাবি তবু নেই সাড়া।
সেই মিষ্টি হাসিটুকু আজ বড় অহংকারী !
এত কাছে হদয়ের স্পন্দন শুনি !
তবু যেন কোথাও চির বৈরী- আড়াআড়ি।
যাই বল না কেন ?
তুমি যে ভালবাস উথরোল স্রোতের মতো
এ তুমি কি করে বিদ্রোহ করো বলতো ?
এ তুমি প্রবাহিত ভিতর নদী বারো মাস,
তোমাকে নিয়েই এ জীবনের সব উল্লাস।
-----------------------------------


১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।