তবু লিখে যাাব কবিতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হৃদয়ের তরঙ্গতে প্রেমের ফুল
হয়তো রচে গেছে ভুল !
যদি প্রাণেরা জানতো এত বিষাদ বিধুর
হয়তো কেউ ভালবাসত না বিন্তর !
হৃদয় - হৃদয়হীনা এখন
আগুনের শিখায় প্রজ্জ্বলিত প্রাণ।
তবু ভালবাসে অনুপম কারুকার্যে নিয়ত
যদিও হৃদয় উত্তপ্ত গলিত।
তুমি এসেছিলে অবুঝ প্রাণে আকস্মাৎ
আর তাতেই করে গেলে
প্রমত্ত গতিতে ঘাত-প্রতিঘাত !
হয়তো কোনদিন লেখা হবে নীল ইতিহাস
সেদিন না হয় করে যেও পরিহাস !
যতই আঘাত কর
তবু লিখে যাাব কবিতা
তবু বলে যাব তুমি আমার নিঃশ্বাস !
-----------------------------------------
১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।