তোমার দুধেল পাহাড়
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমার দুধেল পাহাড়
টানে আমায় খুব,
তোমার দুধেল পাহাড়ে
যেন ভালবাসার সকল রূপ।

তোমার দুধেল পাহাড়
শান্তির স্বর্গ,
তোমার দুধেল পাহাড় যেন
চুমু লুকিয়ে রাখার দূর্গ।

তোমার দুধেল পাহাড়
দেখলেই যৌবনের ঝড় বয়,
তোমার দুধেল পাহাড়
সকল কষ্ট করে ক্ষয়।


১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।