কবে খেলবে যৌবনের খেলা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কবে খেলবে যৌবনের খেলা
অস্ত যাচ্ছে যে যৌবনের বেলা,
যৌবন নিয়ে কেন এ্যাত্ত হেলা
যৌবন নিয়ে খেলো বসাও প্রেম মেলা।

যৌবন থাকবে না চিরদিন
যৌবন জীবনের সুদিন,
যৌবন বয়স করো না পার
যৌবন কাল ছাড়া বাকি জীবন আঁধার।

যৌবন কাল যদি যায় একবার চলে
আর আসবে না শত যৌবনের ঔষধ খেলে,
যৌবন প্রকৃতির দান
যৌবন কে দাও প্রকৃত সম্মান।


১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।