আজ পৃথিবী শোকাহত
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!
হে প্রাণ তুমি এসেছিলে যেখান হতে
সেখানেই করতে হবে প্রস্থান !
কে আগে ,কে পরে, কে জানে শুনি ?
মৃত্যুর পরওয়ানা বুঝে নাকো প্রেমের ধরণী !
এইতো সেদিন তুমি ছিলে প্রাণবন্ত এক প্রাণ,
হেসে খেলে গেয়ে গেছো জীবনের জয়গান।
আজ তুমি নেই এ পৃথিবীর প্রান্তরে
চলে গেছো দূর- বহুদূর রক্তের বাঁধন ছেড়ে
যেখানে কেউ নেই শুভ্র কফিনের ভিতরে !
ওই অন্ধকার কবরে-
তোমার এ প্রস্থানে জগৎ স্তম্ভিত! প্রাণ ব্যথিত
আজ পৃথিবী শোকাহত !
তবু দু’হাত তুলে ফরিয়াদ করি বিধাতার সনে
তিনি যেন ক্ষমা করেন কাল হাশর ময়দানে।
-----------------------------------------
১১-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।