খুব গভীরে অনুভব করি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এমন করে তাকালে যেন পূর্ণিমার চাঁদ!
মিষ্টি হাসি দিয়ে ভেঙ্গে দিলে জীবনের অবসাদ ।
এ হাসির জন্যই অপলক চেয়ে থাকি
ঘন কালো আকাশের দিকে-
তুমি না তাকালে মনে হয় দুর্ভিক্ষের করাল গ্রাসে
পৃথিবীটা নিঃসঙ্গ হয়ে যায় শুভ্র কফিনে
জীবন্ত লাশ যেমন প্রেমহীন প্রাণ !
আমি তেমনই ঝরা বকুল হয়ে যাই
যদি তুমি হাসিটা দাও শিশির বিন্দুর মত
আমি জেগে উঠি হিমেল পরশে সোনালী রৌদ্রে
খুব গভীরে অনুভব করি কোমল ভালবাসা
যেখানে শুধু তুমি- শুধু তুমি
আমারই আলো, আমারই মধুচন্দ্রিমা
তাইতো পৃথিবীকে বলি তুমিই আমার ফুলশয্যা
প্রেমের উথরোল তরঙ্গ
শুন্যতার অনুপম সর্প্শ, সুখ স্বর্গের ঠিকানা।
------------------------------------------


১১-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।