যদি একটু পরশ দাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শুন্য প্রাণের কোষে কোষে
অজান্তেই তুমি এসেছিলে মিষ্টি হাসিতে !
নিঁপুন পরশে ঢেউ তুলেছিলে অন্তর গভীরে
ভেসে নিয়েছিলে ভালবাসার কিণারে
নিঃশব্দে প্রেমের বীজ বুঁনেছিলে প্রত্যেক স্নায়ুতে
প্রত্যেক শাখে শাখে আজ অঙ্কুরিত
সেইসব বীজগুলো-
বসন্তের মত উম্মুখ রসালো পাঁপড়িগুলো
যদি একটু পরশ পেত !
ভালবাসার সুগন্ধি ছড়ায়ে যেত দিগন্ত পেরিয়ে
একান্ত কোন রোমান্টিক সংকেতে
আলিঙ্গনে আলিঙ্গনে মেতে উঠত
প্রণয়ের প্রবল উৎসবে-
জানি না, গোপনে নক্ষত্রগুলো খসে যাচ্ছে কিনা
তবু অপলক চেয়ে আছি পূর্ণির সন্ধানে
যদি একটু পরশ দাও—
-------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।