প্রেমের বাসর ঘর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ঠিক জোয়ার ভাটার মত বদলে যাও নিয়ত !
কখনো কালো, কখনো আলো, কখনোবা নিষ্ঠুর
কখনোবা যেমনটা চাই তেমন,
কবিতা বুঝি, গদ্য বুঝি কিন্তু তোমার অভিনয় বুঝিনা
যদি অভিনয় শিল্পী হতে
হয়তো রূপালী পদার্য়্ বেশ মানাতো, আর আমি
বুঝে নিতাম সবকিছুই অভিনয় !
এত কষ্ট লাগত না, এত দুঃখ লাগত লাগত না
তাহলে যে হাসিটা দাও, যে চাহনীটা দাও
তার সবকিছুই কি মিথ্যে ?
ঠিক জোয়ার ভাটার মত বদলে যাও নিয়ত !
এ ছলনার শেষ কোথায় ?
দিগন্তের পর দিগন্ত ছুঁয়েগেছে প্রেমের রশ্মিটুকু
এক নির্মোহ আবেগে--
তবু প্রেমের বাসর ঘরে বিবর্ণ্ মৃত্যু বীজ !!
-------------------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।