প্রেমের অমৃত পানে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এ হৃদয় ভস্মীভূত শ্মশানের দহনে !
অসীম যন্ত্রনা বুকে সবেগে আঘাত করে
এক আবেগের মন মন্দিরে
বয়ে যায় তুমল ঝড় মৃত্যু যন্ত্রনায়
কল্পনার ফুলগুলি ফুটে উঠে দীপ আলোকে
তবু ভালবাসার মসনদে ডাইনীদের আনাগোনা
ওরা বুঝে না রক্তময় রিক্ত প্রাণ
নিঃশেষে নিশ্চিহ্ন করে দেয় প্রেমের দূর্গ্
আজ এ হৃদয়ে দীর্ঘশ্বাস !
কাকে ভালবেসেছিল এ অবুঝ প্রাণ ?
জানি , প্রশ্নের উত্তর আসবে না কোনদিন
তবু বিশ্বকে বলে যাব
ওই ডাইনীকেই ভালবেসেছিলাম উথরোলে
আজ এখানে তৃষ্ণার্ত্ প্রাণ
প্রেমের অমৃত পানে অপলক দৃষ্টি হানে
উম্মুখ হৃদয়ের আর্তনাদে----
-----------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।