সেই হাসিটার জন্যই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সেই হাসিটার জন্যই অপলক চেয়ে থাকি !
বাগানের ফুলগুলো তরঙ্গে তরঙ্গে দোলে
হয়তো নদীর জলও একান্ত নিভৃতে
খুব গভীরে উৎসবে মাতে
সেটা বুঝলেও, সেখানে নেই কোন চঞ্চলতা।
শুধু সেই হাসিটার জন্যই এত মায়া, এত ব্যকুলতা
এত প্রেমের উদ্ভাস !
ভালবাসি একবারও বলেনি, হয়তো বলবও না
কোনদিন !
তবে এতটুকু জানি, সেই হাসিটার জন্যই
তুমি আজ আমার কবিতা !
হয়তো তুমি থাকবে কিছু মায়ায়, কিছু প্রেমে
হৃদয়ের তুমুল ঝড়ো হাওয়ায়—
এই পৃথিবীকে বলে যাব, তুমি এসেছিলে প্রাণে
সেই হাসিটার জন্যই—


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।