তুমিই গণমুক্তির দুর্ব্হ দম্ভ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে জনতার অতন্ত্র প্রহরী,
যুদ্ধের রক্তাক্ত পথ অতিক্রম করে
আমরা লাল সবুজের পতাকা উড়িয়েছি
স্বাধীন মাতৃকার সীমানায়-
তবু কেন বঞ্চিত জনতার অধিকার?
কেন এত লুটেরাজ ,দুর্ণীতিবাজ চারিধার?
উঁচু হতে নীচু সারি বিদ্রোহের কামান হাতে
দুস্য ডাকাতেরা হিংস্র হায়েনার মতো
রক্ত চুষে নিচ্ছে জনতার-
তুমি এসো হে কোটি জনতার স্বপ্ন !
রন্ধে রন্ধে দুর্ণীতিবাজদের কালো পোশাক
গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও
তোমার হাতে সত্য ন্যায়ের দুর্জয় রাইফেল !
তুমিই গণমুক্তির দুর্ব্হ দম্ভ!
দুরন্ত, দুর্বার মাতৃকার প্রহরী।
-------------------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।