অবেলায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ওই গোলাপটা সব এলোমেলো করে গেল
আচকমকাই ফুটেছিল অবেলায় ।
অস্থি মজ্জার শাখে শাখে তুমুল শিহরণে
তুলেছিল ঢেউ প্রতিটি স্পন্দনের প্রবাহে!
আজও থরো থরো তরিৎ স্পর্শ্ লাগে
ভেঙ্গে চুড়ে যায় শরীরের ভাঁজে ভাঁজে
ঠিক বুকের ভিতরে কোন এক নিভৃত কোণে
নিরন্তর ছবি এঁকে-
বসন্তের পাখিটা উড়ে গেল ভালবাসার ডাক দিয়ে
সেই হতে আজো খুঁজে যায় সেই সুর !
কোকিল মুখ লুকালো গহিন অরণ্যে
এত ব্যদনা এত ভাঙাভাঙি
এত টুকরো টুকরো বিছিন্ন রক্তকণা
এলোমেলো ছেঁড়া পাঁপড়ি তবু সুবাসে উথরোল
এ শুন্য বাগান-
আমি ওই গোলাপ খুঁজেছি শুধু খুঁজেছি—
ওই গোলাপটা সব এলোমেলো করে গেল
আচকমকাই ফুটেছিল অবেলায় ।
---------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।