বিশ্বাস করেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার মধ্যে অনেক অহংকার ছিল,
ছিল হয়তো আরো কিছু নিষ্ঠুরতা ।
হয়তো আমি বুঝিনি, হয়তো বুঝার চেষ্টাও করিনি
অন্ধের মত শুধু অন্ধের মত কিংবা পাগলের মত
দীগন্তহীন পথে ছুটেছি শুধু ছুটেছি
আর বিশ্বাস করেছি হয়তো একদিন !
সেই মুহুর্ত্ আর আসেনি হয়তো আসবেও না
তবুও এ হৃদয়টুকু আমানত রেখেছি
তুমি না বললেও-
আমি বিশ্বাস করেছি, অবলিলায় বিশ্বাস করেছি
তোমার মধ্যে ভালবাসাও ছিল
তার আগুনেই এ অন্তরে জ্বলছে দেশলাই—
জানি, তোমার মধ্যে অনেক অহংকার ছিল,
ছিল হয়তো আরো কিছু নিষ্ঠুরতা ।
তবু যদি----
---------------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।