হারানো সেই গোলাপের দিকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সেই অনুভূতিটা এখনো জীবন্ত মনে হয়,
খবুই দৃশ্য মনে হয়,
হৃদয়ের গভীরে, খুব গভীরে দখল করে আছে
এক অদৃশ্য তরঙ্গ ! এক জ্বলন্ত চুল্লি !
এক চিতার ভয়াবহ কুন্ডলী !

তবু গোলাপটিকে খুঁজি, সেই গোলাপটিকে
যাকে এঁকেছিলাম অনুপম তুলিতে
সেই বাগানটি আছে, এখনো আছে ,এখনো ফুটে
শুধু তোমাকে দেখিনা মগডালে-

এতো উর্ব্র হৃদয় ভূমি তবু তুমি অনুর্ব্র !!
চৌদিকে আঁকা বাঁকা জলরাশি, বৃষ্টির নুপুর
তবু ধূঁ ধুঁ বালুচর! তবু সাহারা
এখনো চেয়ে আছি ! অপলক চেয়ে আছি-
হারানো সেই গোলাপের দিকে---
--------------------------------------------
------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।