রক্ত ঝরা রবি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

উর্দু ভাষার পন্ডিতে কয় অ- আ দেখে-
বর্ণগুলো থাকবে জেগে দামাল ছেলের মুখে
গদ্য পদ্যের চরন দিয়ে উর্দু গেছে ঢেকে
ছালাম বরকত রফিক জাব্বার রক্ত ঝরা ‍বুকে।
বুলেট কামান সব হারায়ে বাংলা ভাষা জয়ে !
বিশ্ব বুকে শহীদ মিনার অমর স্মৃতি হয়ে-
ভাষা দিবস মুক্তির আলো রৌদ্রের ঝলঝল
অশ্রুকণা ফুলের দলে প্রভাত ফেরির দল।
একুশ তাই রক্তে লেখা বাংলা ভাষার জয়
বিশ্ব বুকে স্বীকৃতি ওই নাইরে তার ক্ষয় !
অ- আ- ক- খ বীর বাঙালির স্নায়ু
মোদের ভাষা বাংলা ভাষা প্রাণের জীবন বায়ু।
বিশ্ব বলে বাংলা ভাষা রক্ত ঝরা রবি
ক্ষয় নাই তার ক্ষয় নাই -এ জগত ছবি।
-------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।