শুভ হউক তোমার এ জন্মদিন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এক অন্ধকার পেরিয়ে নব সূর্যের প্রখরে,
তুমি আসলে ধরায় নব স্বপ্নের শিয়রে।
এ যাত্রার উ্দ্যাম গতি নাহি যেন হয় শেষ,
এ ফরিয়াদ করি বিধাতার সনে প্রতি নিশ্বাস।
পূর্ণিমার শুভ্র আলোয় তুমি যেন জাগ এ নশ্বর,
শুভ জন্মদিনে এ চাওয়া বিবিএস বাগানের।
সত্য প্রেমে রাঙাও পৃথিবী, হাসাও ব্যাথিত প্রাণ
সৌরভ সুবাসে ভরে দাও মরু প্রান্তর -উদ্যান।
তুমুল যুদ্ধের দূর্গে উড়াও ওই বিজয় নিশান
এ মোদের স্বপ্ন, এ মোদের তরঙ্গ কলতান ।
শুভ হউক, শুভ হউক তোমার এ জন্মদিন-
প্রভূ সনে এ ফরিয়াদ করি সারাক্ষণ-প্রতিদিন।
--------------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।