তুই এক সূর্য্নাম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অদম্য ইচ্ছে, তুই বিজয় সকল যুদ্ধের কাছে,
তুই অপরাজিতা এই জগতের সকল মিছে।
তবু কিছু লোক তোরে করে বদনাম,
তবু তুই হার না মানা পত্রিকার শিরোনাম।
জানি হে চলনে বলনে তুই নহে নয়নাভিরাম
তুচ্ছ তাচ্ছল্য হতে আসা তুই এক সূর্য্নাম।
অন্ধকারে তুই আজ পূর্ণিমার আলো
পারেনি দমাতে তোরে এই জগতের কালো।
তুই ছিলি তোর ইচ্ছের পথে অবিচল !
আঁখিপুটে অশ্রু নাহি ঝরে নাহি ভাঙ্গে মনোবল।
যারা বলে কিছু নাই, কিছু নাই-
সেখানে তোর সংগ্রামী জীবন খুঁজে পাই।
অদম্য ইচ্ছে, তুই বিজয় সকল যুদ্ধের কাছে,
তুই অপরাজিতা এই জগতের সকল মিছে।
পূজা শুধু -পূজা শুধু- সংগ্রাম তরে মোর ব্রত
তুই দিয়েছিস খুলি অন্ধের আঁখি শত শত।
--------------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।