রাক্ষস
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রাক্ষসের পরে রাক্ষস এসেছে, রাক্ষসের নাহি শেষ,
মোবাইল রাক্ষস নিচ্ছে কেড়ে সবুজ -শ্যামল দেশ।
দিবা-নিশি দুলছে জাতি এই রাক্ষসের ত্রাস !
শিশু –যুবক- বৃদ্ধ সকল একই রাজ্যে বাস।
সময় লুটে, চরত্রি লুটে আরো লুটে টাকা
অপপ্রয়োগ সবাই করে নির্জ্ন ঘরে একা।
কি ছেলে ! কি মেয়ে সাজায় পুলক মেলা
নগ্ন দেহের পূর্ণি সেথা জ্বালায় মানিক আলা।
ঘরে ঘরে রাক্ষসেরা পড়ছে অগ্নি ছড়া
সেই আগুনে পুড়তে জাতি শান্তি সুখের ধরা।
মুক্ত জাতির বুকের হাড়ে চলছে হাহাকার
এই রাক্ষসে নিচ্ছে কেড়ে সভ্যের অধিকার।
রাক্ষসের পরে রাক্ষস এসেছে, রাক্ষসের নাহি শেষ,
মোবাইল রাক্ষস নিচ্ছে কেড়ে সবুজ -শ্যামল দেশ।
--------------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।