একলা ঘরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মানব জাতির হৃদয় ভিতর সাম্যের গান কই ?
বিশ্ব আমার আজকে দেখি হিংসে বিদ্বেষ ওই !
আপন সুধায় দলে দলে,
ছুটছে মানুষ আগুন জ্বলে ।
হৃদয় টানে প্রেম আসে না, প্রেমের সাধে রই !
বিশ্ব আমার প্রাণের ভিতর সাম্যের স্পর্শ্ কই ?
আজকে কেন শুনি না আর আপন করে ডাকো
কিসের আশায় ! কিসের নেশায় মুখটি তোমার ঢাকো?
১৪ ফেব্রুয়ারী আসে যখন
প্রেমের উথরোল জাগে তখন।
বাহ্যিক হতে কেন তুমি আর হৃদয় এসো নাকো ?
বিশ্বের বুকে, ভালবাসা কেন, চুপটি করে থাকো?
বল না, প্রেম কোথায় গেছে, আসবে সে কবে ?
এখন যে প্রাণের ভিতর নব জোয়ার হবে !
তুমি নাই, অমি নাই, কেমনে সুধা পাবে ?
প্রেম এমন একলা ঘরে আর কত কাল রবে ?
মানব জাতির হৃদয় ভিতর সাম্যের গান কই ?
বিশ্ব আমার আজকে দেখি হিংসে বিদ্বেষ ওই !
---------------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।