সব অঙ্গে লেগেছে দোলা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শিমুল পলাশে ভরে গেছে বসন্ত কাল,
হুলুদ ফুলেরা মেলেছে ডানা দলে দল।
অঙ্গে লেগেছে দোলা সবুজ শ্যামল বাঁকে,
প্রাণ বৃক্ষের ভাঁজে ভাঁজে কল্প ছবি এঁকে ।
উড়ায়ে দিয়েছে কত শত যৌবন ডানা
ঝাঁকে ঝাঁকে এসেছে মৌ- কে করে তারে মানা?
কত রূপ লাবণ্যে ভরা এ চঞ্চলা পথ
এ রূপসী বাংলায় তরুণ তরুণীর মনোরথ।
সব অঙ্গে লেগেছে দোলা-
বসন্তের এই মধুময় পথ চলা।
যত প্রেম -যত ভালবাসা
ফুলে ফলে ভরে যাক হৃদয়ের প্রতি ঊষা।
------------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।