আনরে ধরে, মাড়রে তালা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

চৌদিকে আজ পদ-পদীর শ্রদ্ধা বরণ আপনজনে,
কেউ না দেখে, কেউ না শুনে ক্ষমতা আর অর্থ্ বিনে।
দস্যু চোরের গর্জ্ন-তর্জ্ন বঙ্গ মায়ের কমল-বনে
কেউ না দেখে, কেউ না শুনে রাজ্য রাজার সিংহাসনে।
দুর্নীতির ওই পালা- বদল
এপিঠ- ওপিঠ রক্ত কমল।
ছদ্মবেশী করল চুরি- ভাসবে না আর সোনার তরী !
মরছে যাত্রী অথৈ জলে- কেউ না উঠায় তরবারি-
আমরা সবে হুজুগ জাতি, প্রতীক দেখে মাঠে নাচি,
কে আসল ! কে নকল ! আবেগ নিয়ে সবে বাঁচি।
আয় না ফিরে দেশ প্রেমিক ভাই !
ওদের তাড়াই, ওড়ের হঠাই—
দেশ দ্রোহী ওই দুষ্ট শালা-
আনরে ধরে, মাড়রে তালা।
আমরা সবে বীর বাঙালি লাল সবুজের যোদ্ধা প্রাণ ।
দুস্য-ডাকাত, দেশ দ্রোহী ওই রাখব না আর গর্দান।
দস্যু চোরের গর্জ্ন-তর্জ্ন বঙ্গ মায়ের কমল-বনে
কেউ না দেখে, কেউ না শুনে রাজ্য রাজার সিংহাসনে।
------------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।