বিষন্ন স্পন্দন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

*
বাঙালির স্বপ্নগুলো তুমুল কম্পনে পদানত,
বিষন্ন স্পন্দন প্রাণে প্রাণে দুর্ভিক্ষের মতো !
চৌদিকে রুদ্র পাকড়্রাও এাসে -গ্রাসে,
শিমুল পলাশের অন্তিম নিশ্বাসে।
স্বপ্নের পরাজয় দেখতে হলো বিমর্ষ্ কুঞ্জে
ক্লান্ত কোকিলের কুহু কুহু স্বর শহর –গ্রাম- গঞ্জে।
শাসন শোষণের ক্লিষ্ট মর্মরি বেজে উঠিছে চারিধার
শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর স্বাধীনতার- অধিকার।
বাঙালি আমি, খর তাপে জ্বলে পুড়ে ছাঁই,
কেউ নাই, কেউ নাই, দেখার নাই !!
আমি মরি, আমি মরি, আমার হাতে ডান্ডা বেড়ি
আর ওরা উল্লাসে এ বুকে মারে ছুরি, মারে ছুরি
এখন উগ্র ত্যাজ সম সূর্য্- খুব বেশী প্রয়োজন-
ফিরে এসো, আবার ফিরে এসো- এ রক্ত প্লাবন।
তোমার এ শুন্যতা মুহুর্মুহু করি অনুভব,
তোমার সেই বজ্র গর্জ্ন এখনো মুক্তির সৌরভ।
বাঙালির স্বপ্নগুলো তুমুল কম্পনে পদানত,
বিষন্ন স্পন্দন প্রাণে প্রাণে দুর্ভিক্ষের মতো !
---------------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।