গুজবের ডানাগুলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হুজুগের পাখিগুলো উড়ে ঝাঁকে ঝাঁকে,
এই গেল সেই গেল যায় ডেকে ডেকে—
কেউ যদি বলে ভাই মাঠে -ময়দানে
কন্ঠ স্বর বাজে তার বিদ্রোহী গানে।
শীর বল বাহু তার, কোথা নাই বাধা
বাঙারি জাতি মোরা মুখে মুখে সাদা।
কুটচালে ভরা সেথা হুজুগের প্রাণ
পথ ঘাটে জেগে উঠে গুজবের গান।
কিসের আশায় ! কিসের নেশায় এইসব চলে ?
জাত ধর্ম্ নাই সেথা মুখে যা বলে।
হুজুগের ছেলে মেয়ে আজিকার কালে
গুজবের পথ ধরে সত্যের পথ ভুলে।
হুজুগের ধারা বেগে কোলাহল উঠে
গুজবের ডানাগুলো উড়ে উড়ে ছুটে।
-------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।