অন্তর প্রবাহে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অন্তরকে পরিশুদ্ধ কর হে বসুন্ধরে,
না হয় বিজয় তব দূরে-বহুদূরে।
মানুষ চিনে নাই আপনারে ক্ষণিক অঞ্চল,
শুধু ছুটেছে দুরন্ত পথ নানাবিধ দলাদল।
বুঝে না কলো ধবল হিংসে বিদ্বেষ বিস্তারিয়া,
রক্ত স্রোতের মতো, দিগ দিগন্ত ছাড়িয়া
মানুষ লুকায়েছে আপনারে মোহের কারাগার,
এখানে যুদ্ধ বিগ্রহ হানাহনি বিস্তর !!
অন্তর গভীরে কালো বিস্তির্ণ্ প্রাচীর-
চারিদিকে মানবতার প্রাণগুলো চৌচির।
মুখে মুখে ধর্ম্ সচকিয়া আলোকে-পুলকে
অন্তর প্রবাহে শুদ্ধতা নাই সমস্ত ভূলোকে।
--------------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।