আপন মর্যাদা আপনি লুটেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কাঁচের মতন নির্ম্ল স্বচ্ছ তব মেঘগণ,
রূপ লাবণ্যে ভরপুর পরী ডানার মতন।

তব নগ্নতার শিকড় আকড়ে নশ্বর ভূ-রেখা
অথচ কথা ছিল যত্র তত্র খুলবে না পাখা.
কু-দৃষ্টিরোধ করে রবে
এই রক্ত চোষা হায়নার ভবে।

আপন মর্যাদা আপনি লুটেছে নগ্নতার বরণে!
ছুটেছে দলে দলে পরী আপনার রক্ত ক্ষরণে।
তব যেন সারি সারি নরক করে ভেদ,
পরীরা উড়েছে মুক্ত মনে ভেঙ্গে নিষেধ।
---------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।