এ পরাজয় মানবের
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এ কেমন ধর্মে অধর্ম্ -সর্ব্ শরীর প্রাণ ?
শান্তির তরে অশান্তি ফিরে আসে রাত্রি -দিন !
স্পন্দনশুন্য প্রাণ, সংগীতবিহীন চলন –বলন
নিঃসঙ্গ, নিঃস্পৃহ আজ ঐশ্বরিক বিধি-বিধান।
মানবের মানতা উড়ে গেছে আকাশে
শয়তান বসে আছে বুক চেপে হরষে।
এ পরাজয় মানবের, এ পরাজয় শ্রেষ্ঠত্বের
এ বিজয় অসুরের, এ বিজয় শয়তানের।
যদি ফিরে না এসো ধর্মে
পরাজয় আসবেই জীবন কর্মে ।
জীবন শয্যায় আকড়ে ধর ধর্ম্ জননী মত,
অনিমেষে স্পন্দন তুল হৃদয় গহিনে সতত।
---------------------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।