কেনা বেঁচা হয় প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমের হাটে প্রেম নেই- বঙ্গের তটে,
কেনা বেঁচা হয় প্রেম পরকিয়ার হাটে।

প্রেম চিনেছে শরীর ভরা যৌবন-
কেউ নাহি প্রেম বুঝে আপনার –আপন।
দেহ -মন -প্রাণ -চরিত্র হরণ
প্রেমিক -প্রেমিকার -প্রেমের ধরন।

একখানি শরীর, পথে ঘাটে শুকাইয়াছে জল,
যৌবন দিয়েছে বিলায়ে প্রেমিক প্রেমিকার দল।
অসুর ধরিছে শিকার পরকিয়ার হাটে
লুটে পুটে নেয় জল চটপটে - বখাটে !!

প্রেমের হাটে প্রেম নেই- বঙ্গের তটে,
কেনা বেঁচা হয় প্রেম পরকিয়ার হাটে।
-----------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।