মানবতার ডাক দিতে এসেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মানবতার ডাক দিতে এসেছি -এই বসুন্ধরা,
তুমি কি দেখেছো হে বন্ধু -পরি জীর্ণ জরা ?
এই দেখ কত বেদনার বোঝা, কত ব্যথাতুর,
ঝর্ণা প্রবাহে ঝরিছে নয়নের জল- এই মাতৃকোড়।
মানবতার ডাক দিতে এসেছি তোমাদের মাঝে
তুমি কি দেখেছো কভূ প্রভাত, দুপুর সাঁঝে ?
কত বঞ্চনার দৃশ্য ! কত বৈষম্যের প্রতিচ্ছবি !
আমরা ভাঙতে এসেছি, মশাল জ্বালাতে এসেছি
সেবার ব্রতে এসেছি --
তুমি এসো, তুমি এসো হে মানবতার মিছিলে-
আমরা রাঙাবো পৃথিবী ভালবাসার ফুলে ফুলে।
সেবার ব্রত লয়ে গাইব গান এই বিশ্বের মেলা-
মানবতার প্রাণ উঠাও জেগে এই ক্ষণিক ভেলা।
ওই দেখ ওদের মুখে ফুটেছে হাসি !
তুমি এলেই ওরা হাসে, ওরা হয় পূর্ণিমার শশী।
মানবতার ডাক দিতে এসেছি -এই বসুন্ধরা,
তুমি কি দেখেছো হে বন্ধু -পরি জীর্ণ জরা ?
--------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।