মানবতার ফেরি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সেবার ব্রতে তোমরা ছুটেছো সম্মুখপানে,
কে তোমাদের রুখবে ওইসব পিছুর টানে ?
তোমরা দুরন্ত দুর্বার রক্ত পায়ে
প্রেমের পরশ দিয়ে যাও রৌদ্র ছায়ে।
এই জগত বিপুল উল্লাসে তোমাদের পেয়ে
তোমারা যে মানবতার ফেরি শহর গঞ্জ গায়ে।
সাগর –গিরি কর রে জয়, কর রে জয়
মুক্তির পতাকা উড়াও নির্ভ্য়- নির্ভ্য় !!
চূড়মার করে দাও ওইসব দানবের লঙ্ঘি,
কর না ভয় ! কর না ভয় অসুরের সঙ্গী ।
পেশাজীবি কল্যাণ পরিষদের ছায়া তলে
অসীমের পথে ছুটছো মানবিক পাল তুলে---
স্যালুট ! তোমাদের স্যালুট -হে মানবতার ফেরি
কে তোমাদের রুখবে ? হে মুক্তির পাঞ্জেরী !!
------------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।