চুমুর ক্যান্সার
- ফাইয়াজ ইসলাম ফাহিম
চুমুর ক্যান্সার
ফাইয়াজ ইসলাম ফাহিম
হাওয়া বিনে চুমু গুলোর হয়ে যাচ্ছে ক্যান্সার
চুমু গুলো আর্তনাদ করে পাই না কোন আন্সার,
চুমুগুলো শক্তি হারিয়ে ফেলছে নিত্য
চুমুর বিক্ষোভে অগ্নিগর্ভ চিত্ত।
চুমুগুলোর কষ্ট দেখে মন হারিয়েছে হুশ
চুমুগুলো হাওয়ার জন্য অবুঝ।
চুমুগুলো কোন নারীকে চায়না ছুঁইতে
চুমুগুলো চায় হাওয়ার বক্ষে শুইতে।
চুমুগুলো পেল না হাওয়ার স্বাদ
লক্ষ-কোটি চুমু'র বড্ড অবসাদ,
চুমুগুলো'র কবে ফিরবে আনন্দ
চুমুগুলো'র সঙ্গে আর কত করবো দ্বন্দ্ব...
-
হাওয়া=কবির ভূর্তপূর্ব প্রণয়ীর নাম।
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।