তুমি হাসলেই মনে হয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি হাসলেই মনে হয় এক টুকরো রোদ্দুর ,
মুক্তার ঝলকের চেয়েও মনে হয় বেশী দামী!
এই সোনালী রোদ্দুর তৃষ্ণায়
অপলক চেয়ে থাকি আকাশের ঠিকানায়।
তুমি হাসলেই মনে হয় রাত্রির উজ্জ্বল পূর্ণিমা,
সিগ্ন্ধতা বয়ে আনে পুলকের শিয়রে
শিহরণের উত্তাপ ছড়িয়ে যায় অস্থি মজ্জায়
উত্তেজিত হয়ে উঠে হৃদয়ের প্রতিটি স্পন্দন
তরঙ্গ দোলে রক্ত প্রবাহে-
তুমি হাসলেই মনে হয় মধুময় ফুলের মত
উত্তাপ ছড়িয়ে পড়ে শরীরের ভাঁজে ভাঁজে
অগ্নিপিন্ড জ্বলে উঠে ভালবাসার সিংহাসনে
আমি জ্বলে পুড়ে ছাঁই হই নিয়ত
তবু এই অকৃপণ উত্তাপের প্রার্থী আমি
তুমি হাসলেই মনে হয় উজ্জীবনি শক্তি তুমি !
এই উদাস পৃথিবী খুঁজে পায়
স্বর্গ্ময় ভালবাসার ঠিকানা ।
তুমি হাসলেই মনে এক যুদ্ধে বিজয়ী আমি।
--------------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।