অবাক অনুভূতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অবাক অনুভূতি! অবাক করলে তুমি !
জ্বলে পুড়ে ছাঁই হল এই হৃদয় ভূমি ।
তবু বললে না, তবু পারলেনা, তবু পরাধীন।
এত আর্কষণ, এত ব্যাকুলতা ক্রমশ দিন দিন।
অবাক অনুভূতি! তবু ভালবাসা ব্যক্তহীন
তবু হৃদয় চঞ্চল ব্যথিত রক্ত ক্ষরণ!
তবু প্রত্যাশা, তবু পুলকিত শিহরণ
তবু রক্ত প্রবাহে নব নব জাগরণ
অবাক প্রেম ! ব্যক্তহীন চমকিত করল আরো
এখানে ভালবাসার হৃদয় নেইকো কারো ।
অবাক অনুভূতি ! একপেশে কারবার,
হৃদয় দিয়েছি এক শুন্যতায় বারবার।
তোমারয় ভালবেসে পদাঘাতই শুধু পেলাম
তবু ভালবাসতে পেরেছি! জানালাম,সেই কথা জানালাম।
--------------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।