যা কিছু ভুলতে চাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যা কিছু ভুলতে চাই, তা ফিরে আসে প্রাণে,
যা কিছু ভালবাসি,তা পাই না কোন দিনে।
হাত বাড়ালেই শুন্য মনে হয় স্বপ্নের বসুন্ধরা,
যদিও চারিদিকে ফুলে ফলে শস্যের মাঠ ভরা।
ভালবাসলে চটে উঠে রক্ত জবার ফুল,
উত্তাল সমুদ্রে চূড়মার হয় তরীর মাস্তুল।
তবু এই প্রাণে লিখেছি ওই প্রশংসিত নাম
হৃদয় ছেড়েছি তবু যদি পৌঁছে তা জানালাম।
অধির প্রহরে বসে আছি স্মৃতিভেজা প্রান্তরে,
প্রাণের পাখিটা যদি ফিরে আসে আপন ঘরে।
খুলে রেখেছি নিভৃতে প্রেমের রুমালখানা
খুঁজে নিও, আমার নেই সেই পথ জানা।
যা কিছু ভুলতে চাই, তা ফিরে আসে প্রাণে,
যা কিছু ভালবাসি,তা পাই না কোন দিনে।
--------------------------------------
১৩-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।