পথ খুঁজতে গিয়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি পথ খুঁজতে গিয়ে হারিয়েছি পথ !
পড়েছি ধরা প্রেমের কারাগারে দিবা-রাত !
কি এমন ফাঁদ পাতিলে তুমি !
ক্ষত বিক্ষত এই অবুঝ প্রাণ ভূমি।
তবু অপলক চেয়ে থাকি অপরূপা তরুতল
হৃদয়ের তরঙ্গে জমা একফোঁটা রাঙা জল।
পরশ পেলেই শিহরে উঠবে ভিতর ধূলো-বালু
প্রশান্তি খুঁজে নিবে বিরহের অঞ্চল ।
তুমি না এলে,
জাগবে না হৃদয় আকাশে পূর্ণিমার চাঁদ
ভেঙ্গে ফেল হে এই অবরুদ্ধ বিষাদের ফাঁদ।
যদি না দাও,
ক্ষত বিক্ষত প্রাণে সফেদ ফেনার কোমল ছোঁয়া,
হয়তো হয়ে যাব আগুনে পুড়ানো ছাঁই- ধোঁয়া।
আমি পথ খুঁজতে গিয়ে হারিয়েছি পথ !
পড়েছি ধরা প্রেমের কারাগারে দিবা-রাত !
----------------------------------------
১৩-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।