তবু তুমি যাও শুধু যাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আচ্ছা বলতো,
এতো সহজেই ভালবেসে ফেলেছি কেন ?
বুঝি না কি আছে তোমার ওই মিষ্টি হাসিতে
অমৃতের স্বাদ মেশা
আমার রক্তে জাগিছে তরঙ্গময় অযূত নেশা!
শরীরের পরতে পরতে কে এই অনুভূতি !
সারাক্ষণ জেগে জেগে স্বপ্নের কবিতা লেখে,
ভালবাসার কথা বলে বেদনার বেনোজলে ভাসি
সারাটি স্নিগ্ধ রাত !
তুমি কি তার কিছু জান ?
অনেক অব্যক্ত কথায় তন্ত্রে তুনতে পুড়ি
আমি নিঃশেষ হচ্ছি দিগন্তহীন আকাশে
উড়ন্ত লাল ঘুড়ির মত-
আচ্ছা বলতো
এতো সহজেই ভালবেসে ফেলেছি কেন ?
যতই ছুড়ে ফেল ততই যেন
বন্ধন সুতো ধরে থাকি হৃদয় হতে হৃদয়ে।
তবু তুমি যাও শুধু যাও দূর হতে দূরে---
-------------------------------------------
১৩-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।