ভালবাসা যেখানে সুন্দর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার না থাকা জুড়ে আমি আছি
একটু অনুভব কর-
অভিমান মানে ভুলে যাওয়া নয়- বিচ্ছেদ নয়
এতে প্রেম আরো গাঢ় হয়-সুদৃঢ় হয়
ইস্পাত কঠিন হয়, যদিও এখানে দুরত্ত্ব অনেক
তবু দু’টি হৃদয় ব্যাকুল হয়ে উঠে নিশিথ রজনী,
তোমার না থাকা জুড়ে
আমি এসে হাজির হই শুন্যতার গভীরে
বুক ভাসা অশ্রুজলে-
জানি এ সত্যের কাছে তুমি আমি পরাজিত !
ভালবাসা যেখানে সুন্দর, কালো রাত্রি সেখানে
পূর্ণি আলোর মত ঝল ঝল !
আর সবচেয়ে সুন্দর হৃদয় হতে হৃদয়ের তরঙ্গ খেলা !
যেখানে আমি তুমি সাঁতার কাটি নিয়ত-
এ সুখ স্বর্গ্ ফুরায় না কভূ !
এমনি করে বয়ে যাবে সারাটি বেলা
ভালবাসা যেখানে সুন্দর, সেখানে তুমি আমি স্বর্গ্ !
------------------------------------------
১৪-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।