একাই শুধু একাই পথ চলেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
গোধূলী লগ্নে তুমি উঠেছো হৃদয় আকাশে,
এখানে প্রখর রোদ্দুর! তপ্ত কঠিন পাথরে
জ্বলে পুড়ে ছাঁই হচ্ছি একাই শুধু একাই
যে প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত !
সেখানে প্রেমের মর্যাদা পাইনি করাল দুপুরে
একাই শুধু একাই পথ চলেছি অনলের কুন্ড
এই অভিনয় আর কতোকাল আর কতটা প্রহর
বলে দাও, নির্ভয়ে বলে দাও
হোক সে ভুল, হোক সে মিথ্যে প্রবোধ,
ব্যাকুল প্রাণ পূর্ণিমার আলোয় একটু ঠাঁই পাক,
খুঁজে পাক ভালবাসার তরঙ্গ !
আমি যে গোধূলী লগ্নে তোমাতেই দেখেছি আলো
কিছুটা ভালবাসা চাই, কিছুটা ভালবাসা চাই
একাই শুধু একাই পথ চলেছি--
অধির প্রহরে চেয়ে আছি শুন্য আকাশের দিকে
যদি রক্ত তিলকে একটুকু পরশ দাও—
এ শুন্যতায় হয়তো জ্বলে উঠবে সোনালী আলো।
-----------------------------------------
১৪-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।