তবু কেন উদাসীন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অধরার পিছু ছুটে ছুটে কুড়িয়েছি সুখ,
নিভৃতে খুঁজেছি তোমায় নাহি দেখি মুখ।
তবে কি ভালবেসেছি কিনারাহীন আগুনের নদী !
একটু হিমেল পরশ দিতে যদি
ঝিনুক খুলে মুক্ত নিতাম তীব্রতর উল্লাসে
বিষ্ময়ে পড়েছি এই গগণ এই বাতাসে,
কি এমন চোখের ভাষা ! কি এমন মিষ্টি হাসি !
যারে আমি এত ভালবাসি !
ছঁয়ে যায় গভীরতর হৃদপিন্ড
তবু কেন উদাসীন এই আনন্দ মেলায়?
প্রতি প্রহরে যে তুমি রৌদ্দুর সোনালী আভায়
ভালবাসার কথা বলো চোখের ভাষায়
আমি তারেই খুঁজে বেড়াই, ছুটে যাই-
এই হৃদয়ের ডানা ছড়ায়-
তবু কেন কিনারাহীন আগুনের নদী ?
তবু কেন উদাসীন ! বলে যেতে যদি—
--------------------------------------------


১৪-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।