এ কেমন চুম্বক শক্তি তোমার ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এ কেমন চুম্বক শক্তি তোমার ?
এ কেমন আর্কষণ আমার ?
হিসাব মিলাতে পারিনা এই তরঙ্গ খেলার,
ঢেউ- প্রবল ঢেউ উঠে খরা নদীর জোয়ার।
দেখলেই মনে হয় কাছে আছ খুব কাছে
ছুঁতে গেলেই ক্রমশ বেড়ে যাছে আকাশের সীমানা
দেখলেই মনে হয় হৃদয়ে উঠেছে ঝড়!
তুমি এলেই মনে হয় পূর্ণিমার হাসিটা
ঝলক দিয়ে উঠে রাঙা ঠোঁটের ফাঁকে
ভরা নদীর জল বয়ে চলে বুক চিরে চিরে
এ কেমন চুম্বক শক্তি তোমার ?
যতই দূরে সরে যাই- বহুদূরে !
ততই তুমি টেনে নিয়ে যাও তোমার গভীরে
আমি ভালবেসে ফেলেছি সুরভী পুস্পের ঘ্রাণ
এর বিচ্ছেদ হবে না তা জানি,
এর মৃত্যু হবে না তাও জানি,
তুমি যে ছায়ার মত ছায়া থেকে প্রতিচ্ছায়ে,
প্রতিনিয়ত টেনে নিচ্ছো চুম্বকের শক্তি হয়ে।
-------------------------------------


১৪-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।