শুধু থাকেনা মানুষটি
- অর্ঘ্যদীপ চক্রবর্তী
থেকে যায় কথা,
থেকে যায় হাসি,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় ব্যথা,
থেকে যায় স্মৃতি,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় ভালোবাসা,
থেকে যায় আকাঙ্খা,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় মত বিনিময়,
থেকে যায় কথা কাটাকাটি,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় বুকচাপা দুঃখ,
থেকে যায় না প্রকাশ করা কথা,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় মিলনের গান,
থেকে যায় বিরহের হাহাকার,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় বেদনা,
হৃদয়ের আকুলতা,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় ইতিহাস,
না পূরণ হওয়া আশা,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় লুকিয়ে লেখা প্রেমের চিঠি,
পেনদানিতে রাখা পছন্দের ফুলটি,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় হৃদয় দেওয়া নেওয়া,
একসাথে গল্প করা,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় কথা রাখা,
একসাথে পাশাপাশি চলা,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় কোলাহল,
চিৎকার হইহল্লা,
শুধু থাকেনা মানুষটি।
থেকে যায় মনোমালিন্যে গোলাপের পাপড়ি ছেঁড়া টুকরো,
হৃদয়কে হৃদয়ে রাখার ইচ্ছা,
শুধু থাকেনা মানুষটি।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩মে,২০২৩,বেলা সাড়ে এগারোটা, বারুইপুর
১৭-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।