এখানে যে মৃত্যু হানা দেয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে ক্ষণিকের মুসাফির যেতে হবে ফিরে,
কেহ নহে বন্ধু এই গ্রাম নগরের ভিড়ে !
এখানে যে মৃত্যু হানা দেয় বারবার ,
প্রেমের সন্ধানে প্রাণ ,তবু যে অন্ধকার !
এই যে প্রেম ভালবাসা শত আশা
নিমিষেই নিঃসঙ্গ রাত্রির অমানিশা !
এই আকাশ দিগন্ত বিস্তৃত সবুজ শ্যামল মাটি
সবকিছু ভুলে মৃত্যু গড়েছে এখানে ঘাঁটি ।
কে ছোট! কে বড় নেইকো কারো ছাড়,
যেতে হবে ওই আরশে আযীম দরবার।
কিসের এত দম্ভ অহংকার ?
এখানে তুমি মুসাফির! এখানে তুমি নশ্বর।
এখানে যে মৃত্যু হানা দেয় বারবার ,
ধরনীর বুকে জমেছে নির্জনতার কালো,
প্রাণে প্রাণে অনন্তের আলো জ্বালো।
যখন থমকে যাবে এই প্রাণ !
তখন কেউ গাইবে না তোমার জয়গান।
-----------------------------------------
১৭-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।