যখন বুঝবে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যখন বুঝবে অবজ্ঞা করছে কেউ,
তুমি ফিরেও তাকাবে না, তুলবে না ঢেউ।
তীব্র গতিতে ফিরে আসবে আপন ঠিকানা
সে যে তোমার যোগ্য নয়
সেটা নয়তো পৃথিবীর অজানা ।
হয়তো অফুরান ভালবেসেছিলে ঠিক
কিন্তু এখানে পঁচা দুর্গন্ধ চুতুর্দিক!
প্রেম ভালবাসার যে তরিৎ- বিদ্যুৎ
সেতো তোমার স্বর্গিয় দূত !
যে বুকে জেগে আছে সঞ্চিত স্বপ্নেরা,
সে বুকের প্রেম আলো দিয়ে ঘেরা
এখানে অবজ্ঞা নব বিজয়ের উষালয় !
নব স্বপ্নের বিষ্ময় !
দম্ভ অহংকার এখানে চির অন্ধাকার,
এই পৃথিবীর উদাস, শোন হে দুনিয়াদার ।
কেউ যদি খুলে অবজ্ঞা অবহেলার দ্বার,
সে নিজেই পুড়ে অনল দহনে বারংবার।
-------------------------------------------
১৭-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।