সৃষ্টির মৃত্যু
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

অনেক কিছু ভাবা হয়
সব লেখা হয় না।
একটা প্লট সেট করতে করতে-
এই কাজ
সেই কাজ,
এ ডাকছে
ও যেতে বলছে,
অমুকজন এসে বিয়ের কার্ড দিয়ে যাচ্ছে
তমুকজনের মাথা ফেটেছে তাই এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবার আর্জি করছে,
কারও ফোন ধরছি
কারও হুকুম মানছি,
কেউ হাঁকছে
কেউ শুরু করছে এসে দুনিয়ার খবর,
কখনও রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে গলা ফাটানো চিৎকার করে
কখনও আনতে হচ্ছে এটা ওটা দোকান থেকে,
শেষে লেখার সময়ে দেখি মাথাতেই আর নেই যেটা ভেবেছিলাম-
একটা সৃষ্টির মৃত্যু হয় এভাবেই।

১৮ই জুন,২০২৩,দুপুর ১:২১, বারুইপুর


১৮-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।