ডাক
- অর্ঘ্যদীপ চক্রবর্তী
থাকলো কবিতা পড়ে,
আমি চললাম তবে।
অনেক দূর যেতে হবে যে,
সেই মহাকাশের ওপারে।
ডাক এসে গেছে যে,
দিন সব এসেছি পেড়িয়ে।
এখন সামনে নতুন দিন,
নতুন থাকার স্থান হয়েছে।
বিধাতা এসেছেন নিতে,
আর নয় কোনো দুঃখ কান্না-
সুখের নতুন হয়েছে ঠিকানা।
যাবার সময় নিয়ে গেলাম কলমখানা।
ওর মুখ দিয়েই তো বেরুলো-
এত লাখ লাখ কথার ফুলঝুড়ি।
যদি তিনি পাঠান আবার,
জন্মাবো কলম হাতে নিয়ে।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩জুন,২০২৩, সন্ধ্যা সাড়ে ছ'টা, বারুইপুর
১৮-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।